• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভুয়া পরিচয়ে ৩ প্রতারক গ্রেফতার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৩ মে ২০১৯  

নেছারাবাদ প্রতিনিধিঃ

পিরোজপুরের স্বরুপকাঠির ইন্দের হাট বন্দর শাহানেওয়াজ আবাসিক হোটেল থেকে আজ বৃহাঃপতিবার  রাত ১টা ৪০মিনিটে মাদারিপুর গোলাম মোস্তফার ছেলে হাবিবুর রহমান (৩২), ঝালকাঠি  মিনহাজ উদ্দিনের ছেলে খলিলুর রহমান (৩৩) ও নাটরের শাহীন আলম (৩০) নামের  ৩ প্রতারককে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ। নেছারাবাদ থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বরুপকাঠির মিয়ারহাট ও ইন্দের বন্দর থেকে গত তিনদিন ধরে  স্বরাষ্ট্র, অর্থ মন্ত্রণালয়ের অফিসার ,  ইন্টারপুল ও সাংবাদিক এ ভুয়া পরিচয় দিয়ে খাবার হোটেল, মুদির দোকান ব্যবসায়ীদের বিভিন্ন ভয় ভিতি দেখিয়ে চাদা তুলে এবং আরও বড় ধরণের চাদা দাবী করে। এ সময় ব্যবসায়ীদের সন্দেহ হলে রাত ১টার দিকে বন্দর টহল পুলিশকে  বিষয়টি জানান। ইন্দেরহাট বন্দর ডিউটিরত এস আই শাহ্ আলীর নেতৃত্বে একটি পুলিশ টিম ইন্দেুরহাটের হোটেল শাহ্ নেওয়াজ আবাসিক হোটেল থেকে এ তিন প্রতারককে রাত প্রায় ২টায় গ্রফতার করে। নেছারাবাদ থানা ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, প্রশাসন আগে থেকেই তাদেরকে নজরদারী রেখেছেন, প্রমান সহ তাদেরকে গ্রেফতার কারে ১১ নং মামলায় ৪১৯, ৩৮৫ ও ৩৮৬ ধারায় দন্ডবিধি অপরাধে তাদেরকে পিরোজপুর কোট আদালতে সোর্পদ করা হয়েছে।