• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

স্বরুপকাঠিতে ২০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ জুন ২০১৯  

নেছারাবাদ উপজেলা মৎস্য অফিসার এম,কে পারভেজের নেতৃত্বে নেছারাবাদ কোস্টগার্ড ইয়ুকুব আলী প্যাটি অফিসারের ৪ সদস্যের একটি টিম আজ দুপুর ১টায় সন্ধ্যা নদী থেকে ৩ লাখ টাকার ২০ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ১০ লাখ বিভিন্ন প্রজাতির মাছসহ ইলিশের রেণু পোনা মাছ আটক করে কোস্টগার্ড। এসময় উদ্ধারকৃত বিভিন্ন আকৃতির কারেন্ট জালগুলো স্বরুপকাঠি ফেরীঘাটে আগুনে পুড়ে ধ্বংস করে এবং বিভিন্ন  প্রজাতির প্রায় ১০ লাখ রেণু পোনা মাছ সন্ধ্যা নদীতে অবমুক্ত করেন মৎস্য অফিসার এম কে পারভেজ। অবমুক্ত করার আগেই প্রায় ১৫ হাজার বিভিন্ন প্রজাতির রেণু পোনা মাছ মারা যায় বলে জানান মৎস্য অফিসার। স্থানীয়রা জানান, প্রজনন মৌসুমসহ এসব নদীগুলোতে প্রতিদিন শতে-শতে ছোট নৌকায় নিধন করা হচ্ছে রেণু পোনা মাছ। এতে মিঠা পানির বিভিন্ন প্রজাতির দেশি মাছ বিলীন হতে চলছে।

বর্ষা মৌসুমে নতুন পানি আসতে শুরু করলে নদী, খাল ও বিলে প্রজনন ডিমওয়ালা মা-মাছ ডিম ছাড়তে শুরু করলে বিভিন্ন প্রজাতির মাছের পোনায় ভরে উঠে খাল- বিল ও নদী-নালাগুলো। এসময় প্রজননক্ষম মাছ ও পোনা মাছ নিধন, বিক্রি নিষেধাজ্ঞা সত্ত্বেও বর্ষার পানি বাড়ার সাথে সাথে খাল নদী ও বিলগুলোতে প্রতিদিন লাখ-লাখ রেণু পোনা নিধন করে জেলেরা।