• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

স্বরুপকাঠির সন্ধ্যা নদীর ফেরীটি ২১ তারিখ চালু হবে- গণপূর্তমন্ত্রী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯  

পিরোজপুর প্রতিনিধিঃ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী  এ্যাড শ ম রেজাউল করিম এমপি বলেন, পিরোজপুরের ৩টি উপজেলার অবকাঠামো ও অন্যান্য উন্নয়নের জন্য ৩ হাজার ৫ শত কোটি টাকার বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে স্বরপকাঠিতে ২ হাজার কোটি টাকা এবং ১ হাজার ৫ শত কোটি টাকা পিরোজপুর  সদর ও নাজিরপুর উপজেলার জন্য বরাদ্দ দেয়া হয়েছে। আজ নাজিরপুরের তার বাসভবনে স্বরুপকাঠি প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আর বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা স্বরুপকাঠির সন্ধ্যা নদীর ফেরীটি আগামী ২১ সেপ্টেমবার উদ্বোধন হতে যাচ্ছে। আলোচনা সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা স্বরুপকাঠি প্রেসক্লাবের বিভিন্ন সমস্যা কথা তুলে ধরেন, এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি শিশির কর্মকার বাবু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহীন, সাবেক সম্পাদক এ,কে আজাদসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দগণ।