• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

স্বরূপকাঠিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিন ইটভাটার মালিককে জরিমানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১ আগস্ট ২০১৯  

স্বরূপকাঠির সন্ধ্যা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে তিনটি ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। জরিমানার দায়ে দন্ডিত হওয়া তিনটি ইটভাটা হল এলবিএফ, সততা ও মর্ডান ব্রীক ফিল্ড। এ সময় আদালত আটককৃত ১৪টি ট্রলারের সাথে আটক হওয়া ৭১ জন হতদরিদ্র শ্রমিককে মানবিক কারনে ছেড়ে দেন। এছাড়াও ১৪টি ট্রলারে থাকা মাটি ভাটা কর্তৃপক্ষের নিজ খরচে বিভিন্ন বিদ্যালয়ের মাঠ ভরাটে দিয়ে আসবে বলে  নির্দেশ দেয়া হয়।  আজ বৃহস্পতিবার দুপুরে ওই আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। অবৈধ ভাবে মাটিকাটা  ট্রলার আটকে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু । ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সেখানে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন আইন অমান্য করে নদীর তীর থেকে মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করার অপরাধে মাটি ও বালু ব্যবস্থাপনা আইন- ২০১০ অনুযায়ি ওই সাজা প্রদান করা হয়েছে।
জানাযায়, ওই ভাটা তিনটির মালিকরা দীর্ঘদিন যাবত উপজেলার ভাঙ্গন কবলিত সন্ধ্যা নদীর পাড়ের বিভিন্ন জায়গা থেকে অবৈধ ভাবে মাটি কেটে ভাটায় নিয়ে ইট তৈরী করে আসছিল।  আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর নেতৃত্বে সমদেয়কাঠির বিনাকপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪টি মাটি ভর্তি ট্রলার আটক করা হয়।