• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

স্বরূপকাঠিতে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করলেন মন্ত্রী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১  

পিরোজপুর প্রতিনিধিঃ স্বরূপকাঠিতে কৃষকের মাঝে বীজ ধান ও সার বিতরণ শুরু হয়েছে। আজ সোমবার সকালে ভার্চয়ালী সংযুক্ত থেকে এর উদ্বোধন করেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম। এসময় মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন জননেত্রী শেখ হাসিনার বর্তমান সরকার দেশের উন্নয়নে যেখানে যা প্রয়োজন তা করতে বদ্ধ পরিকর। জাতির জনক বলেছিলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তার সুযোগ্য কন্যও সে পথ অনুসরণ করে কৃষকদের জন্য  বিভিন্ন প্রকার প্রনেদনা দিয়ে যাচ্ছেন। খাদ্যে ঘাটতির দেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ন হয়ে বিদেশে চাল রপ্তানী করছে। এ উন্নয়নের ধারা সহ্য করতে না পেরে দেশের মধ্যে অরাজকতা সৃস্টির চেষ্টা করে চলছে। ধর্মের নামে মানুষকে উস্কে দিয়ে অরাজকতা সৃষ্টি কারীদেরকে সমুচিৎ জবাব দেওয়া হবে। তিনি সকলকে সজাগ দৃষ্টি রেখে কাজ করার আহ্বান জানান।

এ উপলক্ষে ইউএনও মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে আায়োজিত সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেযারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি ) মো. বশির গাজী, ওসি আবীর মোহাম্মদ হোসেন, কৃষক লীগের সভাপতি শশাংক রঞ্জন সমদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ প্রমুখ।