• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

স্বরূপকাঠীতে ডাকাতির সময় ছয় ডাকাত গ্রেফতার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৯  


 পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের বালিহারি গ্রামে মিজান নামে এক ব্যক্তির বাসায় ডাকাতির সময় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। মিজান উপজেলার বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন আহম্মেদের ভাই। স্বরুপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য জানান।

গ্রেফতার ছয়জন হলেন—স্বরূপকাঠী উপজেলার ডুবি এলাকার মনসুর মাঝির ছেলে জাহারুল মাঝি ওরফে ছাইদুর, পঞ্চবেকি এলাকার ইসমাইল তরফদারের ছেলে ছান্টু মিয়া, বানারীপাড়া উপজেলার বালিপাড়া এলাকার আজিজ সরদারের ছেলে বাদশা, কচুয়া এলাকার আব্দুর রহমানের ছেলে লিটন, নরসিংদীর মাধবদী এলাকার ইয়াজ উদ্দিনের ছেলে শাহজাহান ও রাজবাড়ী জেলার রামকান্তপুর এলাকার আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন।

ওসি জানান, বৃহস্পতিবার গভীর রাতে মুখোশ পরে ডাকাত দলের ৫-৭ জন সদস্য মিজানের ঘরে ঢুকে গৃহকর্তাকে বেঁধে ফেলেন। অন্যদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করেন। এরপর আলমারি ও শোকেস ভেঙে নগদ প্রায় এক লাখ টাকাসহ ৫-৬ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।

ডাকাতির খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে, পুলিশ উপজেলার বিভিন্ন পয়েন্টে পাহারা বসায়। এসময় ছারছিনা এলাকা থেকে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের বরিশাল সিটি করপোরেশনের গড়িয়ারপাড় এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

ওসি আরও জানান, ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত ৪৮ হাজার ৫০০ টাকা, বেশ কিছু স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নেছারাবাদ-কাউখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।