• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

স্বাধীনতার পূর্বাপর রাজনীতির পার্থক্য করেই আমাদের কাজ করতে হবে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯  

পিরোজপুর প্রতিনিধিঃ জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, প্রশাসনিক কাজ প্রশাসন করবে, রাজনীতিবিদরা রাজনীতি করবেন। স্ব স্ব এলাকার উন্নয়ন কাজে দায়িত্ব পালন করবে নির্বাচিত সংসদ সদস্যগণ। পরাধীন আমলের রাজনীতি এবং স্বাধীনতা পরবর্তী রাজনীতির মধ্যে মৌলিক পার্থক্য নির্ধারণ করেই আমাদের সকলকে কাজ করতে হবে। আমি কাজে বিশ্বাস করি বলেই বিগত ৩৪ বছর এলাকায় রাজনীতির কথা বলিনি।  
তিনি গতকাল রবিবার বিকালে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার নবনির্মিত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যালয় ও স্টোর ভবনের উদ্বোধন শেষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, আরও বলেন আজকের দিনটি কাউখালীবাসীর জন্য একটি উল্লেখযোগ্য দিন। এখানকার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে একটি সফল স্থাপনার আমরা নির্মাণ শেষ করে তা উদ্বোধন করতে সক্ষম হলাম। এই জন্য এ নির্মাণের সাথে যারা সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। স্বাধীনতার পূর্বাপর রাজনীতির সঠিকভাবে তফাৎ অনুধাবনে ব্যর্থতার কারণে আমরা এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির উন্নয়ন ক্ষেত্রে অনেক দিন ধরে জটিলতার আবর্তে ঘুরপাক খাচ্ছি। দুই দুই বার বড় ধরণের বরাদ্দের পরও হাসপাতাল কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ  কখনও মাঝ পথে থমকে গেছে, কখনও বরাদ্দ পেয়েও কাজ শুরু করা যায়নি। একজন স্বনামধন্য রাজনীতিবিদ তথা সাবেক স্বাস্থ্য মন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের এই কাজটি সম্পন্ন করার যে উদ্যোগ গ্রহণ করেছিলেন তাও আমরা রাজনীতির অপপ্রয়াসের খপ্পরে পড়ে তা সফল করতে পারিনি। প্রতিবছর লাখ লাখ কোটি টাকার বাজেট হয়, বছর শেষে দেখা যায় বরাদ্দকৃত অর্থের অব্যয়িত থাকে। এটা সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের ব্যর্থতা। সরকারি কাজের পিছনে লেগে পড়ে থাকতে হয়। কাউখালী অনেক ভাল জায়গা, এখানে অনেক বড় বড় কর্মকর্তা বসবাস করেন। কাজ সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, পরিশ্রম করতে হবে। আল্লাহ বলেছেন, পরিশ্রম করো, কাজ করো। সময় মত কাজ উঠাতে হলে এ সরকার কাজের সরকার, অতীতে এত কাজ কোন সরকারের আমলে হয় নি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনভর পরিশ্রম করেন, প্রত্যুষে উঠে তিনি কাজ শুরু করেন এবং গভীর রাত পর্যন্ত কাজে ব্যস্ত থাকেন। তার মতো এলাকার কাজে এলাকার মানুষকে উদ্যোগী হতে হবে।
আনোয়ার হোসেন মঞ্জু আরও বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হয়। আমি গত ৩৪ বছর সংসদে এবং ১৭ বছর সরকারে অবস্থান করে সব সময় বলে এসেছি রাজনীতি যার যার নিজস্ব আদর্শ ভিত্তিক। কিন্তু কাজের ক্ষেত্রে এক না থাকলে উন্নয়ন ক্ষেত্রে কাঙ্খিত ফল লাভ করা সম্ভব হয় না। এলাকাবাসীকে অবশ্যই জনপ্রতিনিধিদের প্রতি আস্থা ও সমর্থন জানাতে হবে এবং নেতাদেরও জনগণের প্রতি ভালবাসা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তার নিজ নিজ কর্তব্য কাজের প্রতি আন্তরিক হতে হবে।        
কাউখালী উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের এ নবনির্মিত অফিস ও স্টোর উদ্বোধন শেষে বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে উপজেলার ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, পিরোজপুর জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক রামকৃষ্ণ দাস, কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সিদ্দিকুর রহমান প্রমুখ। এ উদ্বোধন শেষে আনোয়ার হোসেন মঞ্জু দোয়া ও মোনাজাতে অংশ গ্রহণ করেন।
গতকাল রবিবার রাতে আনোয়ার হোসেন মঞ্জু এমপি কাউখালী উপজেলা পরিষদ চত্বরে উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন এবং বক্তব্য রাখেন। এখানে নব নির্বাচিতদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী হারুন অর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান পল্টন ও সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, জেলা পরিষদের মহিলা সদস্য শাহজাদী রেবেকা শাহীন চৈতী ও সদস্য জাহাঙ্গীর হোসেন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, মাহমুদ খান খোকন ও মো. দেলোয়ার হোসেন, জাতীয় পার্টি-জেপি’র উপজেলা সাধারণ সম্পাদক শাহ আলম নসু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার এবং যুব সংহতির উপজেলা সভাপতি জিয়াউল হাসান।