• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

হলিক্রস-নটরডেমসহ চার কলেজে ভর্তি বন্ধ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ জুন ২০২০  

করোনা পরিস্থিতির কারণে ক্যাথলিক চার্চ পরিচালিত রাজধানীর চারটি কলেজে ভর্তি প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে  নির্দেশনায় বলা হয়েছে, উদ্ভূত করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত, হলিক্রস,  নটরডেম, সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরী কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে।

খ্রিস্টান মিশনারি এসব শিক্ষাপ্রতিষ্ঠান তাদের নিজস্ব প্রক্রিয়াতেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করে থাকে। তবে অনুমতির একদিন পরই বোর্ড থেকে এ নির্দেশনা আসে।

এ বিষয়ে বোর্ডের কলেজ পরিদর্শক জানান, শিক্ষার্থীদের কল্যাণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় জারি করা স্বাস্থ্যবিধি ও সরকারি অন্য নির্দেশনা অনুসরণ করে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি করাতে হবে।

গত ৩১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফলের ভিত্তিতে সারাদেশে কলেজগুলোতে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করানো হলেও এই চারটি প্রতিষ্ঠান নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করে আসছে।