• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

হাইজেনিক টয়লেটের দাবি জানালেন অভিনেত্রী মেহজাবিন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯  

 

একজন অভিনেতা বা অভিনেত্রীকে পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে রাত কিংবা দিনের অনেকটা সময় শুটিং সেটে কাটাতে হয়। অনেক সময় আউটডোর শুটিংয়ের জন্য যেতে হয় দূর-দূরান্তেও।
অন্যান্য পেশার নারীদের মতো অভিনয় জগতের নারীদেরও বেশকিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। যার মধ্যে অন্যতম সমস্যা হলো স্বাস্থ্যসম্মত টয়লেটের অভাব। ব্যবহার উপযোগী টয়লেট না থাকার কারণে টয়লেটে যেতে হবে এই আশঙ্কায় অভিনেত্রীরা শুটিংয়ে থাকাকালে খুব একটা পানি পান করেন না, করলেও তার পরিমাণ থাকে খুব অল্প। এছাড়া টয়লেটে যাওয়ার প্রয়োজন অনুভব করলেও, তা চেপে রাখেন। এতে করে প্রয়োজনীয় পানি পান না করা বা দীর্ঘক্ষণ টয়লেটে যেতে না পারার কারণে, তাদের কেউ কেউ আক্রান্ত হচ্ছেন ভয়াবহ ইউটিআই রোগে।
জীবাণুঘটিত রোগগুলোর মধ্যে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন অন্যতম। এই প্রদাহ থেকে ক্রণিক রেনাল ফেইলিওর বা ধীরগতিতে কিডনি অকেজো হতে পারে। যার শেষ পরিণতি হিসেবে হতে পারে মরণব্যাধি ক্যান্সার।
২০১৬-২০১৭ সালে নগরীতে ২০০ জনের ওপর এক গবেষণা জরিপে দেখা যায়, ঢাকা শহরে ৮০ শতাংশ নারী ঘর থেকে বের হওয়ার সময় পানি খান না। কারণ এই শহরে নারীদের জন্য পর্যাপ্ত টয়লেট না থাকায় পানি খেলে তাদের নানা বিড়ম্বনায় পড়তে হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, রেলস্টেশন, বাস কাউন্টার, হাসপাতাল, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ অনেক ক্ষেত্রেই নারীবান্ধব টয়লেট খুব একটা দেখা যায় না। কাজের প্রয়োজনে কিংবা ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে যাওয়া রাজধানীর বিভিন্ন স্থান যেমন নিউমার্কেট এলাকা, মগবাজার এলাকা, বিভিন্ন উদ্যান, জাতীয় অনেক দর্শনীয় এলাকার মতো জায়গাগুলোতে স্বাস্থ্যসম্মত টয়লেটের অভাবে নারীদের প্রায়ই অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এমনকি কোন কোন জায়গায় তো টয়লেট থাকে না।
নারীরা ঘরের বাইরে, অফিসে, বাজারে যখন নানাবিধ কাজে অংশগ্রহণ করে তখন টয়লেটে যাতে না যেতে হয় তার জন্য অনেকে প্রয়োজনীয় পানি পান করা থেকে বিরত থাকে। যা থেকে নারীদের ইউটিআই কিডনির সমস্যাসহ নানাবিধ স্বাস্থ্যগত ঝুঁকি। গড়ে প্রতি ১০ জন নারীর মধ্যে ৫ জন নারী ইউটিআই রোগে ভুগেন জানা গেছে। সারাদিন টয়লেট চেপে রাখায় তাদের ইউটিআই রোগে ভোগার আশঙ্কা বেড়ে যায়।
সম্প্রতি ইউনিসেফ পরিচালিত এক গবেষণা থেকে দেখা যায়, গ্রামাঞ্চলের অনেক মানুষ অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহারের কারণে বিভিন্ন রোগে ভুগেন। পয়ঃব্যবস্থাপনা একটি শক্তিশালী অর্থনীতি, স্বাস্থের উন্নতি, নিরাপত্তা ও মর্যাদা বিশেষ করে নারীদের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের সু-স্বাস্থ্যের জন্য কর্মস্থলে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ টয়লেট ব্যবস্থা অত্যন্ত জরুরি।
ইউটিআই-এর ব্যাপকতা এবং ভয়াবহতা বিষয়ে আমাদের দেশে এর আগে তেমন কোন উল্লেখযোগ্য সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করা হয়নি। সম্প্রতি হারপিক #হারপিকএগেইনস্টইউটিআই শিরোনামে একটি ডিজিটাল ক্যাম্পেইন শুরু করেছে, যার লক্ষ্যই হলো ইউটিআই বিষয়ে সচেতনতা তৈরি করা এবং দেশে নারীবান্ধব ও স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিত করা।
অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহারে ইউটিআই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা নারীদের বেশি থাকে, যা পরবর্তীতে ক্যান্সারে পরিণত হতে পারে। অভিনয় জগতের সঙ্গে সম্পৃক্ত নারীসহ দেশের সর্বস্তরের নারীদের নিত্য-দিনের সমস্যা স্বাস্থ্যসম্মত ও নারীবান্ধব টয়লেটের অভাব থেকে সৃষ্ট ভয়াবহ রোগ ইউটিআই থেকে রক্ষা পেতে অভিনেত্রী মেহজাবিন দাবি জানিয়েছেন স্বাস্থ্যসম্মত টয়লেটের।
হারপিক-এর ডিজিটাল #হারপিকএগেইনস্টইউটিআই ক্যাম্পেইনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মেহজাবিন বলেন, প্রতিদিন আমরা যে সমস্যার সম্মুখীন হই, তা হলো একটি স্বাস্থ্যসম্মত টয়লেটের অভাব। বাসার বাইরের নোংরা টয়লেট ব্যবহারে হতে পারে ইউটিআই বা ইউরিন ইনফেকশন। আসুন, আমরা সকলে ইউটিআই বিষয়ে সচেতন হই। সেই সঙ্গে স্বাস্থ্যসম্মত টয়লেটের দাবি জানান তিনি।