• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

হাফশার্ট বা গেঞ্জি পরে নামাজের বিধান কী?

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০  

প্রশ্ন : হাফশার্ট বা গেঞ্জি গায়ে নামাজ পড়লে তা কি সহিহ হবে?

উত্তর : যেসব পোশাক পরিধান করে কোনো মহতী মাহফিল বা অনুষ্ঠানে যেতে সংকোচ বোধ হয়, ওই সব পোশাক পরে নামাজ পড়া মাকরুহে তানজিহি। তবে কারো কাছে ওই মুহূর্তে হাফশার্ট বা গেঞ্জি থেকে ভালো কোনো পোশাক না থাকলে সেগুলো পরেই নামাজ আদায় করা যাবে, এতে কোনো অসুবিধা নেই।

সূত্র : আদ্দুররুল মুখতার : ১/৬৪০; রদ্দুল মুহতার : ১/৬৪১; ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাত : ৩/৫১৭, ৫১৯