• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অভিনন্দন ইসিকে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

সরস্বতী পূজার দিনে ধার্যকৃত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সংগঠনগুলোর জাতীয় সমন্বয় কমিটি নির্বাচন কমিশনকে অভিনন্দন ও স্বাগত জানিয়েছে। একই সঙ্গে নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণের দাবিতে ইতোমধ্যে ঘোষিত দেশব্যাপী আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সংগঠনগুলো।

শনিবার রাতে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সমন্বয় কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এক বিবৃতিতে এ অভিনন্দন জানান। তিনি বলেন, সর্বস্তরের দেশপ্রেমিক জনগণের অব্যাহত আন্দোলন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রসমাজের রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশনের মুখে নির্বাচন কমিশন সরস্বতী পূজার দিন ৩০ জানুয়ারির বদলে ১ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করেছে। 'সরস্বতী পূজার দিন নির্বাচন হবে না' স্লোগানে ডাকসু, জগন্নাথ হলসহ সব হল ছাত্র সংসদ, সব ছাত্র সংগঠন এবং সাধারণ ছাত্রসমাজ যে আন্দোলন করেছে, তা বঙ্গবন্ধুর স্বপ্নের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাবি শিক্ষক সমিতি, রাজনৈতিক দলের নেতা এবং ঢাকা সিটি নির্বাচনের চার মেয়র প্রার্থীসহ এ যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণকারী সবাইকে গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য অভিনন্দন জানানো হয়।