• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

‘হুমায়ূন আহমেদ গ্রেট কমিউনিকেটর’- পররাষ্ট্রমন্ত্রী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, হুমায়ূন আহমেদ কিংবদন্তি কথাসাহিত্যিক। বাংলাদেশের সবচেয়ে পাঠকপ্রিয় লেখক তিনি। এর বাইরেও আমি বলব, হুমায়ূন আহমেদ ইজ এ গ্রেট কমিউনিকেটর।

মঙ্গলবার বিকেলে ‘ হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৯’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হুমায়ূন আহমেদ সর্ম্পকে স্মৃতিচারণ করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, হুমায়ূন আহমেদের সাথে খুব কাছ থেকে আমার পরিচয় হয়েছিল ১৯৯৫ সালে। তখন আমরা সরকারের পক্ষ থেকে নিউজার্সিতে বাংলাদেশ সম্মেলনের আয়োজন করেছিলাম। সেখানে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদ।

মন্ত্রী বলেন, হুমায়ূন আহমেদের লেখা সর্বমহলে সমাদৃত। তিনি সব মহলে বিচরণ করতে পারেন। এটি সবার পক্ষে, সব লেখকের পক্ষে সম্ভব হয় না। হুমায়ূন আহমেদ সহজেই একটি বার্তা পৌঁছাতে পারেন যেকোনো স্তরে। তিনি অদ্বিতীয় গ্রেট কমিউনিকেটর।

মন্ত্রী বলেন, আজ হমায়ূন আহমেদ স্মরণে পুরস্কার দেয়া হচ্ছে। এটি খুব ভালো উদ্যোগ। কারণ, পুরস্কার মানুষকে উৎসাহ দেয়, অনুপ্রাণিত করে। আরো বেশি মানুষ সম্পৃক্ত হয় সাহিত্যভুবনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। আরো উপস্থিত ছিলেন- সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, হুমায়ূন আহমেদের অনুজ কথাশিল্পী মুহম্মদ জাফর ইকবাল ও স্ত্রী মেহের আফরোজ শাওন।

বরাবরের মতো এবারো ‘এক্সিম ব্যাংক অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৯’ পেয়েছেন দুজন। সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য প্রবীণ কথাশিল্পী রাবেয়া খাতুন এবং নবীন সাহিত‌্যিক শ্রেণিতে পুরস্কার পেয়েছেন সাদাত হোসাইন।