• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ সেবার উদ্বোধন করলেন জয়

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯  

‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সেবার উদ্বোধন করেন।

এসময় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, এই আর্থিক সেবাখাতকে জনগণের জন্য আরও সহজ ও নিরাপদ করতে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদন ‘নগদ’কে ‘পরিচয়’ অ্যাপ্লিকেশনের সঙ্গে সংযুক্ত করে দেন।

অনুষ্ঠানে জয় বলেন, ‘বাংলাদেশে একসময় মোবাইল অ্যাকাউন্ট খুলতে তিন থেকে পাঁচদিন লাগতো। দিন, ঘণ্টার ব্যবধান কমিয়ে এখন মাত্র একমিনিটে অ্যাকাউন্ট খোলার সুবিধা নিয়ে এসেছে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ। পরিচয় অ্যাপ্লিকেশনের মাধ্যমে নগদ স্বয়ংক্রিয়ভাবে এক মিনিটে ফেস অথেনটিকেশন ও পরিচয়পত্র যাচাই করতে পারে। এই পদ্ধতির কারণে ভুয়া গ্রাহক তৈরির কোনো সুযোগ আর থাকছে না।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, সচিব অশোক কুমার বিশ্বাস, ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রসহ অন্যরা।