• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

১৩ বছরের কিশোরের ওপর জাপানের রাজতন্ত্রের ভবিষ্যৎ!

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৯  

বর্তমানে ১৩ বছরের কিশোর হিসাহিতোর ওপরই জাপানের রাজতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে। জাপানের প্রথা অনুযায়ী, কেবল রাজপরিবারের পুরুষ সদস্যরাই সিংহাসনে বসার অধিকারী হন। 

১৯৬৫ সালের পর থেকে জাপানের রাজবংশে কোনো ছেলে জন্মায়নি।  জাপানের বর্তমান সম্রাট  নারুহিতোর বিয়ের আট বছর তার স্ত্রীর কন্যাসন্তান জন্ম দেন।

এতে রক্ষণশীলদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল, কীভাবে দেশের প্রাচীন প্রথা রক্ষা করা যাবে।  আর প্রধানমন্ত্রী শিনজো আবেও চান না এই নিয়ম বদলে যাক।

চলতি বছরই জাপানের সম্রাট হয়েছেন প্রিন্স নারুহিতো। তার বয়স ৫৯। নারুহিতোর বাবা সম্রাট আকিহিতো সিংহাসন ত্যাগ করার পর গত ১ মে তিনি সম্রাট হন। আগামী ২২ অক্টোবর তিনি আন্তর্জাতিক মহলের কাছে সম্রাট হওয়ার কথা ঘোষণা করবেন।

এরপর তারই ভাতিজা কনিষ্ঠতম রাজকুমার হিসাহিতো সম্রাট হবেন।  গত আগস্টে গিয়েছিল ভুটান সফরে। ওই সফর হবু সম্রাটকে আন্তর্জাতিক মহলে পরিচয় করিয়ে দেয়ার জন্যই। 

এছাড়া সম্রাট হওয়ার প্রস্তুতি হিসেবে হিসাহিতো জাপানি ঐতিহ্যবাহী পোশাক ‘হাকামা’ কিমানো পরা অভ্যাস করছে। শিখছে তীর ছুঁড়ে লক্ষ্যভেদ করাও। 

পুরানো প্রথা অনুযায়ী, নারুহিতোর ভাই আকিশিনোর ছেলে হিসাহিতো জাপানের সিংহাসনের উত্তরাধিকারী। জাপানের বিখ্যাত সংবাদপত্র ‘আসাহি’তেও সম্প্রতি লেখা হয়েছে, রাজবংশের প্রথা অনুযায়ী, প্রিন্স হিসাহিতোই আগামী দিনে হবেন সম্রাট। সূত্র- রয়টার্স