• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:

১৮ বছর বয়সী বাংলাদেশি পেসারের ৮ উইকেট

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯  

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি পেসারদের মধ্যে সেরা বোলিংয়ের কীর্তি গড়লেন রুয়েল মিয়া। জাতীয় লিগে দ্বিতীয় স্তরের ম্যাচে আজ চট্টগ্রামের প্রথম ইনিংসে ২৬ রানে ৮ উইকেট নেন সিলেট বিভাগের এ পেসার। এর মধ্য দিয়ে জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়েরের রেকর্ড ভাঙলেন ১৮ বছর বয়সী রুয়েল।

২০১২ সালে ঢাকা মেট্রোর হয়ে রংপুর বিভাগের বিপক্ষে ৩৫ রানে ৮ উইকেট নিয়েছিলেন তালহা। প্রথম শ্রেণির ক্রিকেটে এত দিন এটাই ছিল বাংলাদেশের কোনো পেসারের এক ইনিংসে সেরা বোলিং। প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় ম্যাচ ও মাত্র দ্বিতীয় ইনিংসে বল করতে নেমেই তালহার চেয়ে কম রান দিয়ে এ রেকর্ড গড়লেন রুয়েল। বাঁ হাতি এ পেসার প্রথম স্পেলে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে ৬ উইকেট নেন। তাঁর তোপে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় চট্টগ্রাম। দলটির হয়ে সর্বোচ্চ ২১ রান করেন তাসামুল হক ও ইরফান শুক্কুর।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি কোনো বোলারের এক সেরা বোলিংয়ের রেকর্ড সানজামুল ইসলামের। দুই বছর আগে বিসিএলে বিসিবি উত্তরাঞ্চলের হয়ে ওয়ালটনের মধ্যাঞ্চলের বিপক্ষে ৮০ রানে ৯ উইকেট নিয়েছিলেন বাঁ হাতি এ স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে ৯ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে সাকলায়েন সজীব, আবদুর রাজ্জাক ও মোশাররফ হোসেনের।