• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

৩০০ টাকার হ্যান্ড স‌্যানিটাইজার ৮০০, জরিমানা ১ লাখ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

৩০০ টাকার এক লিটার হ্যান্ড স‌্যানিটাইজার ৮০০ টাকায় বিক্রির দায়ে রাজধানীর ইত্তেফাক মোড় এলাকায় হাটখোলা সায়েন্টিফিক এবং মডার্ন সাইন্টিফিক শপ নামে দুটি দোকানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৩ মার্চ) ভোক্তা অধিকারের ফেসবুক পেজে অভিযোগের ভিত্তিতে ছদ্মবেশে ক্রেতা সেজে দুটি দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

তিনি বলেন, ‘ফেসবুক মেসেঞ্জার, ইমেইলে আমাদের কাছে বাড়তি দামে হ্যান্ড স‌্যানিটাইজার বিক্রি হচ্ছে বলে অভিযোগ আসে। অভিযোগের সত্যতা নিশ্চিত করতে ছদ্মবেশে আমি অভিযান পরিচালনা করি। আমার কাছে ৩০০ টাকা লিটারের হ্যান্ড স‌্যানিটাইজারের দাম ৮০০ টাকা চাওয়া হয়। মেসেঞ্জারে পাওয়া অভিযোগের সত্যতা মেলায় দোকানগুলোকে অর্থ দণ্ড দেওয়া হয়।’ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আব্দুল জব্বার মন্ডল।