• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

৭ দিনে সৌদি আরবে গেলেন ৩৩১৮ প্রবাসী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০  

সাত দিনে সৌদি আরবে গেছেন তিন হাজার ৩১৮ জন প্রবাসী। সৌদি আরব আন্তর্জাতিক ফ্লাইট চালু করলে ২৩ সেপ্টেম্বর থেকে প্রবাসীরা সেদেশে ফেরা শুরু করেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বিমান বন্দরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এখনও পর্যন্ত ১১টি ফ্লাইটে তিন হাজার ৩১৮ জন প্রবাসী সৌদি আরব গেছেন।’

বিমান বন্দর সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সৌদি আরবে গেছেন ৯১০ জন। ২৬ সেপ্টেম্বর থেকে সৌদিতে ফ্লাইট শুরু করে বিমান। তবে দেশটির অনুমতি না পাওয়ায় এখনও শিডিউল বাণিজ্যিক ফ্লাইট চালু করতে পারেনি বিমান। বাণিজ্যিক ফ্লাইটের রিটার্ন টিকিটধারী যাত্রীদের  বিশেষ ফ্লাইটে কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই সৌদি নিচ্ছে বিমান। ২৬ থেকে ২৯ সেপ্টম্বর পর্যন্ত তিনটি ফ্লাইট পরিচালনা করেছে বিমান। এরমধ্যে ২৬ সেপ্টেম্বর ২৬০ জন, ২৭ সেপ্টেম্বর ২৬৪ জন, ২৯ সেপ্টেম্বর ৩৮৬ জন প্রবাসী সৌদি আরবে গেছেন।

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সে ২ হাজার ৪০৮ জন প্রবাসী সৌদি গিয়েছেন। এয়ারলাইন্সটি ২৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট শুরু করেছে। ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত  ৮টি ফ্লাইট পরিচালনা করেছে সৌদি অ্যারবিয়ান এয়ারলাইন্স। এরমধ্যে ২৩ সেপ্টেম্বর ২৫০ জন, ২৪ সেপ্টেম্বর ২০৫ জন, ২৬ সেপ্টেম্বর  দুটি ফ্লাইটে ৫১৩ জন,  ২৭ সেপ্টেম্বর  দুটি ফ্লাইটে ৬৭৭ জন, ২৮ সেপ্টেম্বর ৩৮৮ জন, ২৯ সেপ্টেম্বর ৩৭৫ জন প্রবাসী সৌদি আরবে ফেরত গেছেন।