• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মচমচে রূপচাঁদা ফ্রাই

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪  

ভাত, খিচুড়ি কিংবা পোলাওয়ের সঙ্গে মজাদার রূপচাঁদা ফ্রাই বেশ জমে যায়। বাসায় অতিথি আসলেও আইটেমটি পরিবেশন করতে পারেন। মচমচে ও পারফেক্ট রূপচাঁদা ফ্রাই করার পদ্ধতি জেনে নিন।

১। মাছ আস্ত রেখেই পরিষ্কার করে নিন। এজন্য কাঁচি দিয়ে ফুলকোর অংশ সাবধানে কেটে ভেতরের ময়লা বের করে নিন। দুই পাশের ধারালো পাখনার অংশ ফেলে দিন। লেজ ছোট করে কেটে নিন। এরপর ভালো করে ধুয়ে ছুরি দিয়ে দুই দিকে বেশ কয়েকটি স্থানে চিড়ে নিন। এতে মসলা ও তেল ভালো মতো প্রবেশ করবে ভেতরে।   

২। লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও সামান্য আদা বাটা ও রসুন বাটা দিয়ে মেখে নিন মাছের দুইদিক। একটু সময় নিয়ে মাখবেন। সামান্য সয়াসস ও ফিশ সস দিন। ম্যারিনেট করে রেখে দিন ১৫ থেকে ২০ মিনিটের জন্য।

৩। প্যানে তেল গরম করুন। গরম তেলে মসলামাখা রূপচাঁদা দিয়ে দিন। দুই দিক উল্টেপাল্টে ভাজুন বাদামী করে। নামিয়ে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন।