• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ

গৌরনদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৪  

বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, বিভিন্ন সাংবাদিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের লোকজন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন। ২১ ফেব্রুয়ারী বুধবার প্রথম প্রহরে গৌরনদী কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের বেদীতে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী মর্যাদার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ (এমপি)।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু আব্দুল্লাহ খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হারিছুর রহমান হারিছ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী প্রমুখ।

২১ ফেব্রুয়ারী বুধবার সকালে প্রভাতফেরী শেষে উপজেলা সদরের শহীদ সুকান্ত আব্দুল্লাহ মিলায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে দিবসের তাৎপর্যতুলে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হারিছুর রহমান হারিছ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন প্রমুখ।

২১ ফেব্রুয়ারী বুধবার সকালে সকল সরকারী, বে-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। পরে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরী, শহীদ মিনার চত্বরে আলোচনা সভা। উপজেলা সদর ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন।