• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ

চরফ্যাশনে সন্ধ্যায় ত্রাণ নিয়ে ছুটে গেলেন ইউএনও

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৯ মে ২০২৪  

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নওরীন হক ঘূণিঝড় “রিমাল”আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা দিতে মঙ্গলবার সন্ধ্যায় ছুটে গেলেন তিনি। উপজেলার দক্ষিণ আইচা থানার চরকচ্ছপিয়া আবাসন প্রকল্পে গিয়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সমগ্রী বিতরণ করেন। দূর্যোগে বাতাস, বৃষ্টি ও জোয়ারের পানি উঠে ক্ষতি হয়েছে এই সকল পরিবার। অসহায় হিসাবে দূর্গত এই আবাসন মানুষের বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে।

উপজেলা প্রশাসনের তহবিল থেকে মুড়ি, তেল, গুড়সহ ৫টি ইভেন্ট নিয়ে নির্বাহী কর্মকর্তা নওরীন হক নিজ হাতে গিয়ে শুকনো খাবার বিতরণ করেন। এ সময় চরমানিকা ইউপি চেয়ারম্যান রাসেলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের আইয়ুব আলী বলেন, চরকুকরি মুকরি দূর্গত ক্ষতিগ্রস্থ পরিবারের জন্যে ৩শ‘ প্যাকেট বিতরণ করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজনের সহযোগিতায় এই তালিকা প্রণয়ন করা হয়েছে। উপজেলার নির্বাহী কর্মকর্তার আফিস কার্যালয় থেকে ক্ষতিগ্রস্থ পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে তালিকা প্রেরণ করা হয়েছে। বরাদ্দ পেলেই বিতরণের ব্যবস্থা করা হবে।