• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পিরোজপুরের তিনটি আসনে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৪  

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, পিরোজপুর জেলার ৭টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে নিরাপত্তার সঙ্গে এসব সামগ্রী পাঠানো হয়েছে। মালামালগুলো যেন উপজেলাতে নিরাপত্তার সাথে রাখা হয় সেই নির্দেশনা দেয়া আছে। সহকারী রিটার্নিং কর্মকর্তারা আগামী ৬ তারিখ কেন্দ্রে কেন্দ্রে সামগ্রীগুলো পাঠাবেন এবং ব্যালট পাঠাবেন নির্বাচনের দিন সকালে।

পিরোজপুর-১ আসনে ১টি পৌরসভা, ২১টি ইউনিয়নের ১৬৭টি ভোটকেন্দ্র; পিরোজপুর-২ আসনে ২টি পৌরসভা ২১টি ইউনিয়নের ১৬৯টি ভোটকেন্দ্র এবং পিরোজপুর-৩ আসনের ১টি পৌরসভা ১১টি ইউনিয়নের ৮৪টি ভোটকেন্দ্রে এসব নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে।
জেলার সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা নিয়ে পিরোজপু-১, ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ উপজেলা নিয়ে পিরোজপুর-২ এবং একমাত্র উপজেলা মঠবাড়িয়া নিয়ে পিরোজপুর-৩ আসন গঠিত।