• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ

দ্বিতীয়বারের মতো জয়ী শ ম রেজাউল করিম

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৪  

পিরোজপুর-১ আসনে নৌকা প্রতীকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ আসনে জয়ী হলেন তিনি। রোববার (৭ জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসারের তথ্য অনুযায়ী, রেজাউল পেয়েছেন ৮৫ হাজার ৪১০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম এ আউয়াল ঈগল প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৪৮৭ ভোট।

রেজাউল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-নেছারাবাদ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি-জামায়াত জোট প্রার্থী (যুদ্ধাপরাধের দায়ে কারদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র) মাওলানা শামীম সাঈদীকে ৩ লাখ ১০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০১৯ সালের ৭ জানুয়ারি তিনি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যোগদান করে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। তিনি মন্ত্রণালয় ও অধীনস্থ দফতরের কর্মপদ্ধতির আমূল পরিবর্তন আনেন।
পরবর্তীতে তিনি ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।