• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ

নৌকা সমর্থককে কুপিয়ে বাড়িতে আগুন দিলো ঈগল সমর্থকরা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৪  

পিরোজপুরের নাজিরপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে লাইজু নামের এক নৌকা সমর্থক গুরুতর আহত হয়েছে। এ ঘটনার পর পরই হামলাকারীরা বাড়ির একটি পরিত্যাক্ত ঘরে আগুন লাগিয়ে দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিরপুরের শেখমাটিয়া ইউনিয়নের ষোলশত গ্রামের মোসলেম শেখের ছেলে লাইজু শেখ গত ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকের কর্মী ছিলেন। নির্বাচনের আগে লাইজুর সাথে ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ঈগল সমর্থক আজাহার খানদের বিরোধের সৃষ্টি হয়।

সোমবার (৮ জানুয়ারি) রাত ৯ টার দিকে লাইজু আজাহারের বাড়িতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে আজাহার ধারালো অস্ত্র নিয়ে লাইজুর উপর হামলা চালায়। এত সে মারাত্মক আহত হয়। গুরুতর অবস্থায় তাকে এলাকাবাসী উদ্ধার করে নাজিরপুর হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
 
এদিকে এ ঘটনার পর ওই বাড়ির একটি পরিত্যাক্ত ঘরে কে বা কারা আগুন দেয়। ঘটনা শুনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ঘটনা স্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, তিনি ঘটনা শুনেছেন। একজন অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা রিপোর্ট দেবার পর তিনি বিস্তারিত বলতে পারবেন।

বিষয়টি সম্পর্কে অবগত আছেন পিরোজপুর-১ আসনের নৌকা প্রতীকের নির্বাচিত সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম। তিনি বলেন, লাইজুকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।