• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ

বর্তমান সরকার দেশে প্রচুর উন্নয়ন করেছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩  

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে প্রচুর উন্নয়ন হয়েছে। মেহেরপুর জেলা নিয়েও অনেক পরিকল্পনা করা হয়েছে, যা নির্বাচনের ইশতেহারের মাধ্যমে জানাব।
বুধবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে আবারো মনোনয়ন পেয়েছেন ফরহাদ হোসেন। দলের মনোনয়ন পেয়ে তিনি নিজ নির্বাচনী এলাকায় আসেন।

ডামি প্রার্থীর প্রসঙ্গে তিনি বলেন, ডামি প্রার্থী রাখার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। ডামি প্রার্থীর অর্থ কী, তা তো আমরা জানি। আমরা স্কাউট করেছি, তখন বন্দুক থাকতো একটা, যেটার নলও নাই, গুলিও নাই। এ রকমই হচ্ছে ডামি। সেটি ফুটে না, কারো ক্ষতিও করে না।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী এসময় বলেন, আমরা একটা ডামি প্রার্থী রাখবো, যাতে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয়। প্রতিযোগিতার মধ্য দিয়ে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন হবে।