• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ

শ্লীলতাহানির দায়ে যুবকের ৫ বছরের কারাদণ্ড

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩  

রাজশাহীতে শ্লীলতাহানির দায়ে একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষাণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, জহুরুল ইসলাম (৩৮)। তিনি রাজশাহীর বাঘা থানার আলাইপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুল নাহার মুক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাদীর মেয়ে আগে থেকেই ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়তো। এরপর সেই শিক্ষক এলাকায় কোচিং সেন্টার খুলেলে সেখানে তাকে ভর্তি করায়।  ২০২৩ সালের আগষ্ট মাসে সেখানে তার মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করে। এরপর আবারও তার বাবা ও মেয়েকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় তার বাবা বাঘা থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেননি। পরে কোর্টে তারা মামলা দায়ের করে। এ মামলার রায় ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, এ মামলায় আসামিকে নারী ও শিশু নির্যাতন আইন ২০১০ এর ১০ ধারায় পাঁচ বছরের কারাদণ্ড  ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের  কারাদণ্ড দিয়েছেন আদালত।