• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ

আদালতে ককটেল বিস্ফোরণ: হাফসা রিমান্ডে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩  

হরতাল চলাকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের অভিযোগে গ্রেফতার আসামি হাফসা আক্তার পুতুলকে (৩০) তিন দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার কোতয়ালী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আশ্রফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার পুতুলকে আদালতে হাজির করে পুলিশ। এরপর  মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার এসআই মো. বিল্লাল হোসাইন জনি তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর বিএনপির হরতাল চলাকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটে। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক নারী ও পুরুষ আদালতের চারতলা থেকে একটি ককটেল নিচে ফেলে দেয়। এ ঘটনায় রাজধানীর কোতয়ালী থানার এসআই (নিরস্ত্র) মো. কামরুল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামাদের আসামি করা হয়।