• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

পিরোজপুর সংবাদ

বাবার ভরণ-পোষণের মামলায় ছেলে কারাগারে

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

ময়মনসিংহের হালুয়াঘাটে ভরণ-পোষণ না দিয়ে নির্যাতন করায় ছেলের বিরুদ্ধে মামলা করেন বাবা। মামলার পর ছেলে অনিককে (২৩) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার অনিক হালুয়াঘাট পৌর শহরের আকনপাড়া এলাকার নূরুল ইসলাম মীর ও জাহানারা দম্পতির ছেলে। বুধবার (২৪ মে) দুপুরে নুরুল ইসলাম বাদী হয়ে ছেলে অনিককে আসামি করে হালুয়াঘাট থানায় মামলা করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনিক পেশায় অটোরিকশাচালক। সে বৃদ্ধ বাবা-মাকে ভরণ-পোষণ না দিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। গত ২২ মে সকালে অনিক নেশার টাকার জন্য তার ময়ের কাছে টাকা চায়। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে মায়ের গলা চেপে ধরে এবং বিভিন্নভাবে নির্যাতন করে। এ অবস্থায় নিরুপায় হয়ে বাবা নুরুল ইসলাম ভরণ-পোষণ আইনে ও নির্যাতনের মামলা করেন।

ওসি সুমন চন্দ্র রায় বলেন, বাবার করা মামলায় অনিককে গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।