• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৫ ১৪৩০

  • || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী আজ কালকিনি হানাদার মুক্ত দিবস বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

ইয়াবাসহ গ্রেফতারের পর ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৩  

বরগুনায় ইয়াবাসহ গ্রেফতারের পর মো. মেহেদী নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদকের পদে ছিলেন। গত ২৭ সেপ্টেম্বর বিকেল চারটার দিকে মনষাতলী গ্রামের লাকুরতলা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এরপর মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেহেদীকে বহিষ্কার করে বরগুনা সদর উপজেলা ছাত্রদল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেহেদী হাসানের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম বলেন, মেহেদীকে ইয়াবাসহ গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরগুনা সদর থানায় ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পরে তাকে বরগুনা সদর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ২৭ সেপ্টেম্বর রাতে মামলা দায়েরের পর মেহেদীকে সদর থানায় হস্তান্তর করে জেলা গোয়েন্দা পুলিশ। এরপর ২৮ সেপ্টেম্বর সকালে মেহেদীকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।