• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ

উখিয়া ক্যাম্পে এনজিও’র গাড়ির ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩  

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এনজিও’র একটি গাড়ির ধাক্কায় দুই বছরের এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ রোহিঙ্গারা ইট পাটকেল ছুড়ে গাড়িটি ভাঙচুর করেছে।
বুধবার বিকেলে উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত শিশু সাহেদা বিবি (২) উখিয়ার রোহিঙ্গা রেজিস্ট্রার ক্যাম্পের ব্লক-জি’র সৈয়দ আহমদের মেয়ে।

এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন।

তিনি বলেন, বুধবার বিকেল ৩টার দিকে কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের এনজিও সংস্থার একটি গাড়ির ধাক্কায় দুই বছরের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। এ খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের সহায়তায় শিশুর মরদেহ উদ্ধার করা হয়। গাড়িটি জব্দ করা হয়েছে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।