• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির ওজন ও পরিমাপ নিশ্চিতে কাজ করছে বিএসটিআই: প্রধানমন্ত্রী চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী

প্রমিজ ডে, প্রতিশ্রুতি হোক ভালোবাসার

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪  

ভালোবাসার মাস ফেব্রুয়ারি। আর ভালবাসার মৌসুমের বিশেষ দিন ভ্যালেনটাইনস ডে। তবে এই আর এই দিনটির সঙ্গেই জড়িয়ে রয়েছে অজস্র না বলা আবেগের গভীর প্রকাশ। তবে ভ্যালেনটাইনস ডে-এর আগের দিনগুলোও অনেক গুরুত্বপূর্ণ।

ভ্যালেনটাইনস সপ্তাহের পঞ্চম দিন (১১ ফেব্রুয়ারি)। এ দিনকে বলা প্রমিজ ডে অর্থাৎ প্রতিজ্ঞার দিন। এই দিন ভালবাসার সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ দিন বলা যায়। একটি সম্পর্ক টিকিয়ে রাখতে যে জিনিসটি না হলেই নয়। দুই পক্ষের মনে মনে সংকল্প নেয়ার দিন প্রমিজ ডে।

আমাদের জীবনের ব্যস্ততার মধ্যে অনেক কিছুই হারিয়ে যায়। তবে কিছু জিনিস হারিয়ে গেলে জীবন অন্যখাতে বইতে শুরু করে। জীবনের সংকল্পই সত্যিকারের পথের নির্দেশ। আর সেই সংকল্প থেকেই আসে প্রতিজ্ঞা। ভালোবাসার সম্পর্ক এমনি এমনি টেকে না। তাকে টিকিয়ে রাখতে গেলে চাই প্রতিজ্ঞার স্বতঃস্ফূর্ত বন্ধন। এই স্বতঃস্ফূর্ততা দুই পক্ষেরই থাকা চাই। তবেই তা সত্যিকারের ভালোবাসার প্রকাশ ঘটায়। প্রতিজ্ঞার বন্ধনে জোরালো হয় ভালবাসা। সম্পর্ক হয় গভীর।

প্রমিজ ডে-এর সপক্ষে কোনো তথ্য পাওয়া যায় না। তবে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এটি হাল আমলের একটি রীতি। ভ্যালেনটাইনস ডে উপলক্ষে এই দিনটি পালন করা হয়। ভালোবাসাকে আরও মজবুত করতেই এই দিনের উদযাপন করা হয় বলে ধারণা।

সম্পর্ক মানেই আশা এবং প্রত্যাশার মেলবন্ধন। প্রেমিরা তাই প্রেমের শপথ নিয়ে বলেন, ‘প্রিয়, আমি সব সময় তোমার পাশে থাকব, তোমার বিশ্বাস ভাঙব না, আমি তোমার সুখে-দুঃখে সঙ্গী হব, প্রতি পদে পদে তোমাকে সমর্থন করব।’