• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন

আইস ফেশিয়াল করার নিয়ম

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪  

এই গরমে ত্বক ভালো রাখতে ঘরেই করে নিন আইস বা বরফ ফেসিয়াল-

উপাদান
-    একটি খালি বরফের ট্রে
-    কয়েকটি টুথপিক
-    ১ চা-চামচ তাজা অ্যালোভেরা জেল
-    ১টি ভিটামিন ই ক্যাপসুল
-    সামান্য পানি

প্রণালি
-    অ্যালোভেরা জেল পানির সঙ্গে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করুন।
-    এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল যোগ করুন এবং আইস ট্রেতে রাখুন।

-    অল্প একটু জমে গেলে টুথপিক বসিয়ে দিন এবং সম্পূর্ণভাবে জমে যাওয়ার জন্য অপেক্ষা করুন।
-    যখনই সময় পান, মুখে টুকরোগুলো ঘষুন।

এ পদ্ধতি অবলম্বন করা বেশ সহজ। আপনার ত্বকের ধরন অনুযায়ী যেকোনো উপাদান এতে যোগ করতে পারেন।  

ত্বকের ফোলা ভাব দূর করে
নারীরা অধিকাংশ সময়েই খুব বেশি সময় ঘুমোতে পারেন না। নানা কাজের চিন্তা মাথায় থাকে রাতভর। সেক্ষেত্রে জলদি করে একটু আইস ফেশিয়াল করে নিলে মুখের ফোলাভাব থেকে মুক্তি মিলবে অনেকখানি।

মুখের কালচে ভাব দূর করে
সূর্যের ক্ষতিকর আলোকরশ্মির প্রভাবে মুখে কালচে ভাব দেখা দেয়। সেটি দূর করতে আইস ফেশিয়াল গুরুত্বপূর্ণ।

মেকআপের চাইতে উত্তম
কোনো বিশেষ অনুষ্ঠানে যাওয়ার আগে জলদি করে আইস ফেশিয়াল করে ফেলুন। এটি আপনার মুখকে উজ্জ্বল করার পাশাপাশি নরম ও কোমল করে তুলবে। মেকআপ অনেক সময় স্থায়ী করতেও এর জুড়ি নেই।

বয়সের ছাপ দূর করে
আইস ফেশিয়াল ত্বককে টানটান করার পাশাপাশি মুখ থেকে বয়সের ছাপ দূর করতেও সক্ষম।  

ব্রণ প্রতিরোধ করে
আইস ফেশিয়াল মুখের তৈলাক্ত ভাব কমিয়ে ত্বকে আলাদা সমতা আনার চেষ্টা করে। ব্রণ প্রতিরোধক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ত্বককে উজ্জ্বল ও প্রাণবন্ত করে তোলে।