• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ

ন্যাড়া হলে আসলেই চুল ঘন হয়?

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩  

বয়স বাড়লে অনেকেরই চুলের ঘনত্ব কমতে থাকে। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এটা আরো বেশি ঘটে। এর পেছনে থাকতে পারে নানা কারণ। চুলের পুষ্টির অভাব থেকে শুরু করে হরমোনের বদল এ জন্য দায়ী হতে পারে।
কিন্তু অনেকেই চুল পড়ার বিষয়টি মেনে নিতে পারেন না। তাদের এই সমস্যা থেকে মুক্তির উপায় কী? অনেকেই মনে করেন, এ থেকে মুক্তির উপায় মাথা কামিয়ে ফেলা বা ন্যাড়া হয়ে যাওয়া। বেশিরভাগ মানুষের ধারণা, এতে নতুন যে চুল গজায়, তার ঘনত্ব বেশি হয়।

ন্যাড়া হলে কি নতুন চুল আগের চেয়ে ঘন হয়? কী বলছে বিজ্ঞান? এ বিষয়ে ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, পাবমেড সেন্ট্রালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, ন্যাড়া হওয়ার সঙ্গে চুলের ঘন হওয়ার কোনো সম্পর্ক নেই।

গবেষণাপত্রে জানানো হয়, ন্যাড়া হওয়ার পরে যে চুল গজায়, তা আপাতভাবে ঘন বলে মনে হয়। বিশেষ করে চুল যখন একেবারে ছোট থাকে, তখন মাথায় হাত দিলে মনে হয় চুলের ঘনত্ব অনেক বেড়ে গেছে। কিন্তু বিষয়টি অত সহজ নয়।

চুল যত বড় হতে থাকে বোঝা যায় আগের মতোই আছে। এর কারণ হল, চুলের ঘনত্ব কমে যায়, তার সবচেয়ে বড় কারণ, মাথার ত্বকের তলায় গোড়াগুলো শুকিয়ে যায়। ওই মৃত গোড়াগুলো থেকে আর নতুন করে চুল গজায় না।

ন্যাড়া হওয়ার সময়ে অনেকেই ভাবেন, ত্বকের গোড়ায় না গজানো কিছু গোড়া রয়ে গেছে। ভালো করে মাথা কামালে, সেই গোড়া থেকে চুল বেরিয়ে আসবে। কিন্তু আখেরে তা হয় না। কারণ এমন কোনো কিছুই সেখানে নেই।

তবে ন্যাড়া হওয়ার একটি সুবিধাও আছে। যাদের চুল পড়ার সমস্যা আছে, তাদের চুল বড় হয়ে গেলে বেশি মাত্রায় উঠতে থাকে। ন্যাড়া হওয়ার পরে আবার যখন নতুন চুল গজায়, তখন তা অত সহজে পড়ে যায় না।