• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়া টিসিবির পণ্য বিতরণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৪  

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মাসিক কর্মসূচির অংশ হিসেবে আজ ১৩ জানুয়ারি রোববার সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত  ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে।মঠবাড়িয়া  পৌরসভার ৪টি ওয়ার্ডের ৮৯৪ জনকে টিসিবির পন্য বিতরণ করা হয়েছে।এসময় পণ্য বিতরণে উপস্থিত ছিলেন  মঠবাড়িয়া সহকারী কমিশনার সৈকত রায়হান, পৌর নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ, টিসিবির ডিলার  জাহাঙ্গীর হোসেন, পৌর হিসাব শাখা শাহ  আলম।পরিবার কার্ডধারী ১ জন ভোক্তা সর্বোচ্চ সয়াবিন তেল ২ লিটার প্রতি লিটারের দাম ১০০  টাকা , ২ কেজি মসুর ডাল, প্রতি কেজি ডাল ৬০ টাকা ও  প্রতি কেজি চাল ৩০ টাকা ধরে ৫ কেজি কিনতে পারবেন।এসময়ে নিজ পৌর এলাকার পরিবেশকদের মঠবাড়িয়া পৌরসভা সামনে  নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে নিচ্ছেন পরিবার কার্ডধারীরা।

পৌর নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ ব‌লেন, বাজা‌রে নিত‌্য প‌ণ্যের মূল‌্য স্থি‌তিশীল বাখাখ‌তে সরকার বহু বছর ধ‌নে ভর্তু‌কি মূ‌ল্যে  বি‌ভিন্ন পণ‌্য বি‌ক্রি কর‌ছে। এ‌তে সাধারণ মানুষ বেশ উপকার পা‌চ্ছেন। সরকা‌রের এ সান‌বিক কার্যক্রমঅব‌্যাহত থাক‌বে।