• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন

মঠবাড়িয়ায় ইটভাটা মালিককে জরিমানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৪  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিবেশের জন্য ক্ষতিকর একটি অবৈধ ইটের পাঁজার (ভাটা) মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযুক্ত ইট ভাটার মালিকের নাম মালিক মো. জাকির হাওলাদার। তিনি উপজেলার হোগলপাতি গ্রামের বাসিন্দা।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) সৈকত রায়হান এর উদ্যোগে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময়  মঠবাড়ীয়া থানা পুলিশ ও মঠবাড়ীয়া ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, জাকির হাওলাদার প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে প্রভাব দেখিয়ে হোগলপাতি গ্রামে ইটের পাঁজার (ভাটা) প্রস্তুত করেন। ইট পোড়ানোর জন্য বিপুল পরিমানের কাঠ স্তুপ করেন। বিগত দিন গুলোতে প্রশাসনের চোঁখ ফাকি দিয়েকাঠ পুড়িয়ে ইটের ভাটা করে আসছিলেন। এতে স্থানীয় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পরে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ( উপজেলা সহকারী কমিশনার ভূমি) সৈকত রায়হান বলেন, মো. জাকির হাওলাদার প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে প্রভাব দেখিয়ে ইটের পাঁজার প্রস্তুত করেছিলো। এখানে অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস কর্মিদের দ্বারা অবৈধ ইটের পাজা গুড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকরার জন্য তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, এ অভিযান অব্যহত থাকবে।