• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমান আদালত : সারে ৩ লাখ টাকা জরিমানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৪  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিবেশ সুরক্ষার লক্ষ্যে অবৈধ ইটের ভাটায় (পাজা) মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ২৭ জানুয়ারি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দুইটি ইউনিয়নে তিনটি অবৈধ ইটের পাজায় এ ভ্রাম্যমান আদালত পরিচানা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী তিনটি পৃথক মামলায় ওই তিন ভাটা মালিককে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও পাজা বিনষ্ট করা হয়েছে।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট আবদুল কাইয়ূম এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান।

ইটের ভাটা (পাজা) মালিকরা হলেন- উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের বেতমোর গ্রামের মো. মোস্তাফিজুর রহমানকে (২ লাখ টাকা), একই ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম ওরফে শহিদ মেম্বর কে ( ১ লাখ টাকা) ও বড়মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের আলী হাওলাদারকে (৫০ হাজার টাকা)।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম জানান, তিনটি অবৈধ ইটের পাজা মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী তিনটি পৃথক মামলায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও পাজা বিনষ্ট করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় ও জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।