• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় অবৈধ দুটি ক্লিনিক মালিককে জরিমানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৪  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ ভাবে চিকিৎসা সেবা দেয়ার অভিযোগে দুই ক্লিনিক মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। অভিযুক্ত ক্লিনিক দুটো হলো- পৌর শহরের দক্ষিণ বন্দর হাসপাতাল সড়কের যমুনা ডায়াগনস্টিক সেন্টার ও বহেরা তলা বাস স্ট্যান্ড সংলগ্ন মাতৃ সদন ও স্বাস্থ্য সেবা ক্লিনিক।

নিবার্হী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাউয়ূম ১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে ও রাতে পৃথক অভিযান চালিয়ে যমুনা ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৫ হাজার ও মাতৃ সদন ও স্বাস্থ্য সেবা ক্লিনিক মালিককে ৮ হাজার টাকার দন্ডাদেশ দেন। এসময় ওই দুটি ক্লিনিক টুটির মালিককে সরকারি অনুমতি না নিয়ে কার্যক্রম না চালানোর কড়া নির্দেশ দেন।

নিবার্হী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাউয়ূম বলেন, মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন,২০১০ এবং মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  তিনি আরও বলেন, জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্ট আগামীতেও চলমান থাকবে।