• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় ১৩ জন অসুস্থ রোগীদের মাঝে চেক বিতরণ

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৪  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৩ জন অসুস্থ রোগীর মাঝে চেক বিতরণ করলেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ শামীম শাহনেওয়াজ। ২৩ ফেব্রুয়ারী শুক্রবার রাতে তিনি ডাকবাংলোয় অসুস্থ রোগী এবং তাদের স্বজনদের হাতে চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা মূল্যের এই চেক বিতরণ করেন।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল আলম, সমাজসেবা মাঠ সুপার ভাইজার হুমায়ূন কবীর লাভলু, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল সহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের আওতায় সারাদেশে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসিমিয়া, প্যারালাইজড রোগে আক্রান্ত এমন রোগীদেও চিকিৎসা সহায়তা দেয়া হয়। একই ধারাবাহিতকায় মঠবাড়িয়া উপজেলায় ৬ টি জটিল রোগীদের মাঝে এ চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়।

সংসদ সদস্য শামীম শাহনেওয়াজ বলেন, স্মার্ট বির্নিমান সরকারের সমাজসেবা অধিদপ্তরের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দির্ঘ বছর ধরে এ মানবিক সহায়তা প্রদান করে আসছেন। এ সহায়তা পেয়ে সেই সকল পরিবার ও তার স্বজনরা খুশি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা কর্যক্রম অব্যাহত থাকবে।