• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১১ মার্চ ২০২৪  

মঠবাড়িয়া প্রতিনিধি: “দুর্যোগের প্রস্তুতিতে লড়বো- স্মার্ট সোনার বাংলা গড়বো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১০ মার্চ সকাল সাড়ে ১০ টায় জন সচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালীতে সিপিপি‘র স্বেচ্ছা সেবক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহণ করেন।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ, সহকারী কমিশণার (ভূমি) সৈকত রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা সোহেল আহম্মেদ, সিপিবি কর্মকর্তা আরাফাত হোসেন, সাংবাদিক নাজমুল আহসান কবির, জুলফিকার আমীন সোহেল, ইসরাত জাহান মমতাজ, আবুল কালাম আজাদ প্রমূখ। পরে প্রকৃতিক দূর্যোগ ও বিভিন্ন ধরণের অনাকাংঙ্খিক দুর্যোগে করনীয় বিষয় বিভিন্ন মহড়া প্রদর্শিত হয়। দূর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রনালয়ের আওতায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপণা বিভাগ এ কর্মসূচির আয়োজন করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, আমাদের দেশে বন্যা, জলোচ্ছাস, ভূমিকম্প সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ ও অনাকাংঙ্খিক সড়ক, অগ্নিসহ বিভিন্ন ধরণের দূর্যোগ- দুর্ঘটনা হয়ে থাকে। এসক বিষয়ে জন সচেতনতা বৃদ্ধির লক্ষে দূর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রনালয়ের আওতায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপণা বিভাগ  বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এতে কিছুটা হলেও মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।