• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপিত

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১১ মার্চ ২০২৪  

মঠবাড়িয়া প্রতিনিধি: “ইলিশ হলো মাছের রাজা-জাটকা ধরলে হবে সাজা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ শামীম শাহনেওয়াজ প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। দিবসটি উপলক্ষে ১১ মার্চ সোমবার সকাল সাড়ে ১০ টায় জন সচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শহরের গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে ও সাংবাদিক জুলফিকার আমীন সোহেলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, মেরিন ফিসারিজ কর্মকর্তা মোসাম্মৎ নাসরিন ভানু, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর হোসেন,ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম, মৎস্যজীবী প্রতিনিধি মোঃ ওমর ফারুক, অনুপ কুমার, হাবিবুর রহমান, জাকির হোসেন হাওলাদার প্রমূখ।

পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম বলেন, আজকের জাটকা- আগামীর ইলিশ। ইলিশ আমাদের বড় একটা সম্পদ। ইলিশ রাক্ষার্থে প্রথমে আমাদের জাটকা সংরক্ষণ করতে হবে। সরকার ইলিশ রক্ষায় বহু বছর আগে থেকেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। আমাদের শুধু সরকারকে সহযোগিতা করতে হবে। অবরোধ কালীন সময় জেলেদের চাল দেয়া হচ্ছে। বিকল্প কর্মসংস্থান হিসেবে গরু ও ছাগল দেয়া হচ্ছে। অবৈধ জাল জব্দ করে বৈধ জাল বিতরণ করা হচ্ছে। অবৈধ জাল বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।