• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় অবৈধ ইট পাজায় দেড়লাখ টাকা জরিমানা

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪  

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ ইট পাজায় জরিমানা করেছে মোবাইল কোর্ট। ১৩ মার্চ বুধবার মঠবাড়িয়ায় উপজেলার দাউদখালী ইউনিয়নে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় আইন লঙ্ঘন করে অবৈধ পাজায় ইট পোড়াতে দেখা যায়।

উক্ত অপরাধে উপজেলার দাউদখালী ইউনিয়নের পাঠাকাটা গ্রামের বাসিন্দা মোসারেফ হাওলাদার এর পূত্র মামুন হাওলাদাররে ইটের পাজায় (ইতিপূর্বে জরিমানা করা সত্বেও অপরাধের পুনরাবৃত্তি করায়) তাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অপরদিকে ০৯ মার্চ শনিবার ধানীসাফা ইউনিয়নের করিম আকন গ্রামের বাসিন্দা মৃত আবুল হোসেন সরদারের পুত্র ইউসুফ সরদারকে অবৈধ ইটের পাজায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সাথে অবৈধ ইটের পাজা বন্ধ করে দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম। উপজেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্ট আগামীতেও চলমান থাকবে।