• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন

মঠবাড়িয়ায় নির্বাচনে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন দুই প্রার্থী

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৪  

মঠবাড়িয়া প্রতিনিধি: ইসি‘র তফসীল ঘোষণা অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে আগামী ৪ মে‘২৪। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হবার পরক্ষনে এ ঘোষণা আসলে একটা উৎসবের বার্তা বয়ে আনে সাধারণ মানুষের মনে। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভব্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তাঁদের সমর্থকরা নির্বাচনী মাঠ চষতে শুরু করেছেন।

এখন পর্যন্ত চেয়ারম্যান পদে দু‘জন প্রার্থীর নাম শোনা যায় এবং মাঠে বিরামহীন কাজ করতে দেখা গেছে। তারা হলেন- বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ ও বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ এর সাবেক সভাপতি বাইজিদ আহম্মেদ খান। যেহেতু এখানকার নির্বাচন প্যানেল ভিত্তিক, তাই ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা তেমন একটা চোখে পরে না।

বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বললে, তারা তাঁদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন বলে জানান। তবে একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে মঠবাড়িয়ার অতীত ও বর্তমান বিষয়ের ওপর বিবেচনা করে যাকে সব সময় জনসাধারণ কাছে পায় এরকম একজন যোগ্য ব্যাক্তিকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, আমার ভাই বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুর রহমানকে মঠবাড়িয়ার মানুষ বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয়ী করেছিলেন। তার শালিস ব্যবস্থা ও ন্যায় বিচারে খুশি হয়ে সর্বস্থরের মানুষ গত উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে বিজয়ী করেন। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা আশরাফুর রহমানকে নৌকার মনোনয়নও দিয়েছিলেন। সরকারী সিদ্ধান্তে আশরাফুর রহমানকে বসিয়ে দেয়া হয়। আমার বড় ভাই শামীম শাহনেওয়াজ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ছিলেন। আশরাফুর রহমানের প্রতি জনগনের ভালবাসা ও বিগত সাড়ে ৪ বছরের সর্বাস্তরের মানুষের প্রতি আমার ভালবাসার প্রতিফলন হিসেবে, শামীম শাহনেওয়াজ কে বিপুল ভোটে বিজয়ী করেন। আমারা জনসাধারণের ভালমন্দ কথার গুরুত্ব দেই। মানুষ আমাদের ভালবাসে। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মঠবাড়িয়ার সর্বাস্তরের মানুষ আমাকে পুণরায় ভোট দিয়ে বিজয়ী করবেন, ইনশাল্লাহ।

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ এর সাবেক সভাপতি বাইজিদ আহম্মেদ খান বলেন, আমি নতুন প্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সকলকে নিয়ে কাজ করতে চাই।

উল্লেখ্য- এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৪৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৯৬৭ জন। মহিলা ভোটার ১ লাখ ১০ হাজার ৪৭৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।