• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার- ৫

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশের অভিযানে ৫১ পিসসহ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার (১৬ মার্চ) সকালে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বড় হারজী গ্রামে অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলো- উপজেলার দাউদখালী ইউনিয়নের বড় হারজি গ্রামের মৃত আলমগীর ওরফে আলম তালুকদারের ছেলে জাহিদ তালুকদার (৩৭), কাকড়াবুনিয়া গ্রামের রেজাউল করিম মৃধার ছেলে মিলন মৃধা (৩৪), বড় হারজী গ্রামের ইউসুব সিকদারের ছেলে রাব্বি সিকদার (২৩), মঠবাড়িয়া পৌর শহরের সবুজ নগর (বাটার পোল) গ্রামের মোঃ লাল মিয়া খান তুহিন খান (২৮), মঠবাড়িয়া সদর ইউনিয়নের পাঠাকাটা গ্রামের আঃ কুদ্দুস কবিরাজের ছেলে মোঃ কালাম (৩২)।

থানা সূত্রে জানা যায়, উপজেলার বড় হারজী গ্রামে মাদক বেচা-কেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার এসআই রফিকুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই গ্রামের জনৈক মব্বত আলী প্যাদার ফাঁকা বসত ঘর থেকে ৫১ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেন।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে  এসআই শাহিনুর বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।