• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় ৮‘শ ৯৬ টি সুবিধাভোগী পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রয়

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া পৌর সভায় পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান “ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ” (টিসিবি)। ২৭ জুন বুধবার সকালে এ টিসিবি পন্য বিক্রয়ের উদ্বোধন করেন পৌর প্রশাসক  উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম।

এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুণ অর রশিদ, তদরকি কর্মকর্তা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, টিসিবি ডিলার শেখ মোঃ জাহাঙ্গীর হোসাইন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ কার্যক্রমের আওতায় একজন ভোক্তা ৫‘শ ২৫ টাকায় ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুরী ডাল ও ১ কেজি ছোলাবুট কিনতে পারবেন।

টিসিবি ডিলার শেখ মোঃ জাহাঙ্গীর হোসাইন বলেন, সরকারি নির্দেশণা মেতাবেক সকালে থেকে বিকেল পর্যন্ত পৌরসভার ৩ টি ওয়ার্ডের ৮শ’ ৯৪ জন ভোক্তার মাঝে ন্যায্য মূলে টিসিবি পন্য বিক্রয় করা হয়। তবে পণ্য প্যাকেজে চিনি ভোক্তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান “ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ” (টিসিবি)। পর্যায়ক্রমে পৌরসভার সকল ওয়ার্ডে এ টিসিবি পন্য বিক্রয় হবে। তিনি আরও বলেন, এ প্যাকেজে সাথে চিনি যাতে যোগ হয়, সে বিষয়টি উর্দ্ধতণ কর্তৃপক্ষকে অবগিত করা হবে। সরকারের এ মানবিক সেবা অব্যহত থাকবে।