• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় আধুনিক প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ সম্পন্ন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ নভেম্বর ২০২২  

মঠবাড়িয়া প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করার পাশাপশি বিদ্যালয় ভবন বাংলাদেশ সরকার আধুনিকায়ন করার পরিকল্পণা করেন। ত্রাই অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার দাউদখালী ইউনিয়নেয় ১৫২ নং পশ্চিম চালিতা বুনিয়া সরকারি বিদ্যালয় ৯৯ লাখ টাকা ব্যয়ে নতুন দোতালা স্কুল ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে দৃষ্টিনন্দন আধুনিক এ একাডেমিক স্কুল ভবনটি।

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজি ১০ অক্টোবর ২০২১ তারিখ এ নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় এলজিইডি‘র বাস্তবায়নে কার্যাদেশ পাবার পর মেসার্স এ্যাথেনা ইন্টানন্যাশনাল ২০২১-২২ অর্থ বছরে এ নতুন একাডেমিক ভবনের কাজ শুরু করেন। সম্প্রতি উর্দ্ধমূখী সম্প্রসারণ ২ তলা বিশিষ্ট আধুনিক এ স্কুল ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান হালদার জানান, আধুনিক এ স্কুলটি ভবনটি নির্মানের ফলে কক্ষ সংকট দুর হয়েছে। শিক্ষার্থীরাও এখন অনেক স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে। আমরাও অনেক স্বাচ্ছন্দবোধ করছি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হায়দার আলী পঞ্চায়েত বলেন, আধুনিক এ স্কুলটি ভবনটি নির্মানের ফলে এলাকার সুনাম বৃদ্ধি পাবার পাশাপশি কোমলমতি শিশুরা বেশ আনন্দিত হয়েছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, মুজিব শতবর্ষের অঙ্গিকার হিসেবে শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব শতবর্ষে উপহার স্বরূপ আধুনিক এ ভবনটি নির্মাণ হওয়ায় শিক্ষার্থীরা অনেক স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে। তিনি আরও বলেন পর্যায়ক্রমে উপজেলার সকল স্কুল ভবন আধুনিকায়ন করা হবে। শিঘ্রই আনুষ্ঠানিক ভাবে এ নতুন ভবনের উদ্বোধন করা হবে।