• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ

মঠবাড়িয়ায় ভোক্তা অধিকার এর অভিযান ॥ ৩ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩  

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদন্ড করা হয়। মঙ্গলবার (১৭ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত মঠবাড়িয়া পৌর শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা করা হয়। পিরোজপুর ভোক্তা অধিকার এর সহকারি পরিচালক দেবাশীষ রায় এ অভিযান পরিচালনা করেন। এসমসয় উপস্থিত ছিলেন, উপজেলা সেনেটারী কর্মকর্তা শেখ এহসান কবির, মঠবাড়িয়া থানার পুলিশের একটি টিম ও স্থানীয় গণ মাধ্যম কর্মিরা।

ব্যাবসা প্রতিষ্ঠান গুলো হলো- মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর হাসপাতাল রোডের মেসার্স শুভ স্টোরকে ৩ হাজার টাকা, মেসার্স মদিনা স্টোরকে ৩ হাজার টাকা ও মেসার্স মেহেনাজ ভ্যারাইটিজ স্টোরকে ১ হাজার টাকা।
       
পিরোজপুর ভোক্তা অধিকার এর সহকারি পরিচালক দেবাশীষ রায় বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর হাসপাতাল রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ পন্য পাওয়ায় মেসার্স শুভ স্টোরকে ৩ হাজার টাকা, মেসার্স মদিনা স্টোরকে ৩ হাজার টাকা ও মেসার্স মেহেনাজ ভ্যারাইটিজ স্টোরকে ১ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এ অভিযান অব্যহত থাকবে।