• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পিরোজপুর সংবাদ

সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ করলো প্রশাসন

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৩  

মঠবাড়িয়া  প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের প্রাণ কেন্দ্র বহুমূখী মার্কেট (ফিস মার্কেট) সলগ্ন সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশণার (ভূমি) সৈকত রায়হান। এসময় পৌর প্রশাসক মোঃ আরিফ উল হক, পুলিশ কর্মকর্তা, গণ মাধ্যম কর্মিবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ওই খালের পূর্ব অংশে মৃত. হাচেন আলী মেম্বরের ছেলে স্বপন মৃধার জমি ও বসত বাড়ি রয়েছে। ওই জমির পরিধি বৃদ্ধি করার জন্য স্বপন মৃধা ১৩ নভেম্বর সোমবার সকাল থেকে শ্রমিক দিয়ে খালের এক তৃতীয়াংশ দখল করে প্ইালিং দেয়। বিয়টি স্থানীয়রা গণমাধ্যম কর্মিদের অবহিত করেন। পরে গণমাধ্যম কর্মিরা উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসককে অবহিত করলে দ্রুত তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশণার (ভূমি) সৈকত রায়হান উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।

পৌর প্রশাসক মোঃ আরিফ উল হক মঠবাড়িয়া পৌর শহরের মধ্যে খলে সকল অবৈধ দখল ভেঙে দেয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করেন। এজন্য তিনি প্রশাসনকে সর্বত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশণার (ভূমি) সৈকত রায়হান বলেন, সরকারি খালে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। এধরণের কার্যক্রম কেউ চালতে গেলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।