• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পরীক্ষায় নকলে সহযোগিতা করা হারাম

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২ মে ২০২৩  

ইসলামে প্রতারণা করা হারাম ও কবিরা গুনাহ। প্রিয় নবী রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, সে আমাদের দলভুক্ত নয়; আর যে ব্যক্তি আমাদের সঙ্গে প্রতারণা করে, সেও আমাদের দলভুক্ত নয়’। (সহিহ মুসলিম, হাদিস : ১০১/১৮৯)
হাদিস বিশারদগণ বলেছেন, যেকোনো কাজে-কর্মে প্রতারণা করা- এই হাদিসের আওতাভুক্ত। ফলে পরীক্ষায় নকল করা বা প্রতারণার আশ্রয় নেওয়ার বিষয়টিও সেগুলোর মধ্যে একটি।

নকল করা যেমন হারাম তেমনি নকলে সহযোগিতা করাও হারাম। ছাত্র-ছাত্রীরা যেমন নকল করলে গুনাহগার হবে- তেমনি পরীক্ষা হলে নিয়োজিত গার্ড, শিক্ষক, পরিদর্শক অথবা তৃতীয় কোনো পক্ষ যদি নকল করতে সহায়তা করে বা নকলের পরিবেশ সৃষ্টি করে- তাহলে তারাও গুনাহগার হবে।

আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ‘সৎকর্ম ও আল্লাহ ভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তি দাতা’। (সূরা: মায়িদা, আয়াত: ২)