• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে?

বিশ্বের সবচেয়ে দামি সাইকেল, কী আছে ৪২ লাখ টাকার এই বাহনে?

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৪  

বাইক এবং স্পোর্টস কারের যুগে চমক দেখালো সাইকেল! তবে এটি সুপার সাইকেল। ‘পিজি বুগাটি চিরন বাইক’ নামে নতুন সাইকেল বাজারে এনে এরই মধ্যে আলোচনায় ফ্রান্সের বুগাটি। অত্যাধুনিক প্রযুক্তি এবং ডিজাইনের এই দু চাকা বিশ্বের সবচেয়ে দামি সাইকেল।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গাড়ি বুগাটি চিরনের আদলে তৈরি হয়েছে এই সাইকেল। বুগাটি’র দাবি, বুগাটি চিরন সর্বোচ্চ ১৫০০ হর্সপাওয়ার উৎপন্ন করতে পারে। যার আদলে তৈরি করা হয়েছে এই সাইকেল। সুতরাং দু চাকায় যে আধুনিক প্রযুক্তি থাকবে এমনটা আশা করাই যায়। এটি আপনার প্রিয় স্পোর্টস বাইকের থেকেও দামি।

সাইকেলটির এত বেশি হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ এর বিশেষত্ব। নাসার মহাকাশ অভিযানে ব্যবহৃত উপাদান ও যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। নামিদামি স্পোর্টস কারে যে উপাদান ব্যবহার করা হয় তা রয়েছে এতে। ৯৫ শতাংশ কার্বন ফাইবার দিয়ে তৈরি এই সাইকেল। সিট, হ্যান্ডেল সব তৈরি কার্বন ফাইবারে।

সাইকেলে রয়েছে একটি বিশেষ বাটন, যা চাপলেই বদলে যাবে রং। সাইকেল তো দূর মোটরসাইকেল এবং গাড়িতেও এমন বৈশিষ্ট্য দেখা যায় না। রাস্তা যেমনই হোক না কেন আরাম দেওয়ার জন্য রয়েছে ফিক্সড গিয়ার বেল্ট ড্রাইভ, অ্যাবসর্বিং বার এবং চামড়ার আসন।

আরও জানা গিয়েছে, ফরমুলা ওয়ান ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে তৈরি হয়েছে এই সাইকেল। নিত্য যাতায়াতের জন্য ডিজাইন করা হয়নি এই দুই চাকা। এটি একটি লিমিটেড এডিশন। যা জেনেভা মোটর শো-তে সামনে এনেছিল সংস্থা।

অত্যন্ত নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে সাইকেলটি। যা এটির ছবি দেখলেই বুঝতে পারবেন। এমন সাইকেল কিনতে গেলে ৩৯ হাজার ডলার প্রস্তুত রাখতে হবে। তবেই হাতে মিলবে চাবি। বাংলাদেশি মুদ্রায় যা ৪২ লাখ ৭৫ হাজার টাকা।