• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পিরোজপুরে দখলকৃত খালের পাড় উদ্ধার করেছে পানি উন্নয়ন বোর্ড

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯  


পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন খালের পাড়ে গড়ে ওঠা অবৈধ দোকান সহ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড। আজ সোমবার দুপুরে সদর উপজেলার সিকদার মল্লিক ও কদমতলা ইউনিয়নের পিরোজপুর-নাজিরপুর সড়কের পাশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কদমতলা ভাড়ানী খালের পাড়ের পাঁচপাড়া বাজারসহ কয়েকটি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী। উচ্ছেদ অভিযানে খালের পাড়ে সাড়ে ৮ কিলোমিটার জায়গায় গড়ে ওঠা ১০৯টি অবৈধ স্থাপনা ও দোকানঘর উচ্ছেদ করা হয়। 
 পিযুষ কুমার চৌধুরী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পানি উন্নয়ন বোর্ডের এ উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে। উচেছদ অভিযানে উপস্থিত ছিলেন, পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস সহ পুলিশের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ।