• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

পিরোজপুর সংবাদ

পিরোজপুরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে র‌্যাব-৮ এর অভিযান

পিরোজপুর সংবাদ

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২০  

বরিশালের পিরোজপুরে দুইটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে র‌্যাব ৮ ।

সোমবার সন্ধ্যায় র‌্যাব ৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান পরিচালনা করা হলে হাতে নাতে ফাতেমা ক্লিনিক এন্ড নাসিং হোম এর ম্যানেজার অপূর্ব কুমার হাওলাদার, লাইফ কেয়ার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাব এর মালিক বিশ্বজিত মৃধা এবং মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর মোঃ জহিরুল ইসলাম মামুন’কে আটক করে।

র‌্যাব জানায়, আটককৃতরা সহজ সরল মানুষকে বিভিন্ন প্রতারণার মাধ্যমে ডায়গনস্টিক সেন্টার এর ব্যবসা করছে যা খুবই বিপজ্জনক। ডায়াগনষ্টিক সেন্টারে ব্যবহার অনুপযোগী চিকিৎসার বিভিন্ন সরঞ্জমাদি পাওয়া যায়। তাছাড়া রোগীদের বিভিন্ন ভাবে হয়রানী, মেয়াদ উত্তীর্ন ঔষধ রাখা, সার্বক্ষণিক ডাক্তার নাথাকা, বিভিন্ন সার্টিফিকেট না থাকা এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ দেখতে পাওয়া যায়। তারা তাদের স্বপক্ষে কোন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় এবং মোবাইল কোর্টের সামনে তাদের দোষ স্বীকার করে।

মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট আটককৃত অপূর্ব কুমার হাওলাদার’কে ৩ হাজার টাকা, বিশ্বজিত মৃধা’কে ১ হাজার টাকা এবং জহিরুল ইসলাম মামুনকে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন এবং পরবর্তীতে এরূপ কাজ না কারার জন্য নির্দেশ প্রদান করেন ম্যাজিস্ট্রেট।

অভিযানে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ বেল্লাল হোসেন উপস্থিত ছিলেন।